the truth author

পরিস্থিতি দু’জনের দূরত্ব বাড়ছে

লেখকঃমাহিদুল ইসলাম আল মাহদী

লেখার তারিখঃ২৬০৫২০১৮ ইংরেজী

আমি তোমার অশ্রুর কারণ হতে চাই না? জানি তুমি আমাকে চাও না কখনো আমি তোমার দেওয়া কষ্ট পাই, কিন্তু ভাগ্য এবং পরিস্থিতি বিপরীত ভাবে দু’জনকে চালাচ্ছে, তুমি না চাইলেও আমাকে তোমার দেওয়া কষ্ট সহ্য করতে হচ্ছে, আর তুমিও আমাকে না চাওয়া সত্যেও পরিস্থিতির মধ্যে পড়ে কষ্ট দিতে হচ্ছে আর স্বপ্নটাও ভাঙ্গতে হচ্ছে, আর এতে করে নিজেই কষ্ট ও চোখের অশ্রু জড়াচ্ছো আমার জানা কিংবা অজান্তে।

সত্যি জানি তুমি আমাকে খুব ভালোবাসো নিজের জীবনের চাইতেও- আর বিশ্বাসও করো। আর আমিও তোমাকে খুবি ভালোবাসি এবং বিশ্বাসও করি। আমি যেমন চাই না তোমাকে এক মূহুর্তের জন্য দূরে ঠেলে দেই, ঠিক তুমিও চাও না আমি এক মূহুর্তের জন্য তোমার থেকে দূরে সরে যাই। কিন্তু ভাগ্য সময় এবং পরিস্থিতি আজ না হয় কাল? আমাকে তোমার থেকে আর তোমাকে আমার থেকে পৃথক করবে এবং দু’জনের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। তখন জানি তোমার খুবি কষ্ট হবে আর আমারো খুব কষ্ট হবে, যা কাউকে মুখ ফুটে কখনো চাইলেও দু’জনে বলতে পারবো না ইচ্ছে থাকা স্বত্বেও, এটাই বাস্তবতা, এটাই জীবন।

তোমার আমার সম্পর্ক আমাদের অনেক কিছু শিখিয়েছে, এও শিখিয়েছে সব মেয়েরা স্বার্থন্বেষী ও বিশ্বাসঘাতক নয়, তাঁদের মধ্যেও একজন স্বার্থত্যাগী বিশ্বাসরক্ষাকারী মেয়ে রয়েছে। সব মেয়েরা চরিত্র হরণকারী ও হিংসাত্মক স্বভাবের নয়, তাঁদের মধ্যেও সৎ চরিত্রবান ও হিংসা পরিত্যাগকারি মেয়ে রয়েছে। সব মেয়েরা মিথ্যাবাদী ও ধর্মহীনা নয়, তাঁদের মধ্যে সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ন মেয়ে রয়েছে। সব মেয়েরা অন্যের পরিবার এবং নিজের স্বামীর পিতা-মাতা ভাই বোন সংসার নিয়ে চিন্তা করে না এমন টা নয়, তাঁদের মধ্যেও অন্যের পরিবারকে নিজের পরিবার এবং নিজের স্মামীর পিতা-মাতা ভাই বোন ও সংসারকে নিজের মনে করে কোনো ধরনের হিংসা ছাড়াই সংসারকে আপন করে নেয়।

আমি চাই না তোমার কাছ থেকে কখনো পৃথক হই, কারণ তোমার কাছ থেকে পৃথক হওয়া মানে একটা অঙ্গ শরীর থেকে পৃথক হওয়া।

কিন্তু আজ আমি কষ্ট পেতে পেতে খুবি ক্লান্ত, আর তুমিও আমার সাথে সাথে নিজেও কষ্ট পেতে পেতে ক্লান্ত, এর অপসারণ কখন সমাপ্ত হবে, তা আমি জানি না!

কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না-আর তোমার মনের ভিতর থাকতেও। কারণ তোমার মনের ভিতর থাকলে তুমি অন্যের সংসার যখন নিজের হবে তখন মন বসবে না আমার জন্য তোমার সংসারে। আর এতে করে তোমার সংসারের অশান্তি বিরাজ হবে, আর তাঁর জন্য দায়ী এবং অপরাধী আমিই হবো। আমি তোমাকে ভালোবাসি অপরাধী আর তোমার সংসারের ফাটল সৃষ্টিকারি দায়ী হিসেবে সনাক্ত হওয়ার জন্য নয়।

তাই কিছু সময় কিছু ক্ষেত্রে সময় এবং পরিস্থিতি মানুষকে কষ্ট হলেও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

বাধ্য করে কিভাবে অন্যের মায়াজাল ছিন্ন করে বাহিরে আসতে হয়। বাধ্য করে কামনা-বাসনা মৌহ্ থেকে কিভাবে নির্লিপ্ত ও নীরব থাকতে হয়। বাধ্য করে অতিরিক্ত আঘাতে কিভাবে নিশ্চুপ হতে হয়।

তাই আমার এবং তোমার কষ্ট হলেও দু’জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই, আর এই সিদ্ধান্ত নিতে প্রথমে একটু কষ্ট হবে, পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমার মতোই, আমি যেমন তোমার সব কিছু মেনে নিয়েছি কষ্ট হওয়া সত্যেও, এখন আর তোমার দেওয়া শত কষ্টেও আর আমার কষ্ট হয় না, ভিতরটা কষ্ট পেতে পেতে পাথর হয়ে গেছে, ঠিক এই ভাবে তোমার মনে প্রথমে কষ্ট হবে পরে ঠিকই যখন কষ্ট পেতে পেতে ভিতরটা পাথর হবে তখন সবকিছু সহ্য করতে পারবে আমার মতো, বিশ্বাস করো।

শুনো? যদি কখনো আমি হারিয়ে যাই মনে পরবে কি তোমার? আমার সব সময় এবং একাকিত্ব মূহুর্তে তোমার দেওয়া স্মৃতি ও তোমার সাথে কাটানো মূহুর্ত সারাজীবন স্বরণ থাকবে, যদি কখনো সুখি হও? ভাববে যে আমি সুখি আছি, আর যদি খুব কষ্টে থাকো এও ভেবে নিবে যে আমি কষ্টে আছি।

আমার অনুপস্থিতি দেখতে দেখতে ঠিকই একদিন অভ্যাস হয়ে যাবে, তখন আর কষ্ট হবে না তোমার এই মনে, যেখানেই থেকো, ভালো থেকো।

এটাই জীবন? এটাই আমার ভালোবাসা।

সব সময় ভালো থেকো তুমি, যে পরিস্থিতির মধ্যে থেকো না কেনো, আর আল্লাহ্ তা’য়ালা কে স্বরন ও তাঁর ইবাদাত করো ইন শা আল্লাহ্ সব কিছু ঠিক হয়ে যাবে খুব দ্রুত গতিতে।

কিছু কথা

কিছু সময় কিছু ক্ষেত্রে চাওয়া না থাকা সত্যেও অনেক কিছু ত্যাগ করতে হয়, যখন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন অনেক সময় এবং পরিস্থিতি সব কিছু থেকে দু’জনকে ইচ্ছে না থাকা সত্যেও পৃথক করতে বাধ্য করে।

তাই যে কোনো পরিস্থিতির মধ্যে পড়েন না কেনো নিজেকে সংযত করুন এবং ধৈর্য ধরুন, রাগের মাথায় আপনি কোনো ভুল কিছু করবেন না এবং ভুল সিদ্ধান্ত নিবেন না।

আর এটাই বুদ্ধিমত্তার কাজ।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য শেয়ার করার জন্য।

Exit mobile version