Thu, May 29, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: < 1 minute

সময় এবং পরিস্থিতি আমাকে শিখিয়েছে, কিভাবে একা চলতে হয়, কিভাবে অন্যের মায়াজাল ছিন্ন করে বাহিরে আসতে হয়, চাওয়া থাকা সত্যেও বাকহীনতায় ভুগতে হয়, জীবনে কি করেছি এবং কি করলাম সময় এবং পরিস্থিতি সব কিছু বুঝিয়ে দেয়, জীবন সব সময় থাকবে না যেনেও, আশা এবং স্বপ্ন নির্ধারিত জীবন থেকেও বড়ো, সাধ্য থাকা সত্যেও পরিস্থিতি কামনা, বাসনা, মৌহ্ থেকে নির্লিপ্ত করে দেয়, এটাই জীবন, এটাই বাস্তবতা,

~~~ মাহিদুল
২৪২০১৮

এই সময় টাই একদিন শেষ হবে, সময় ভালো যাক আর খারাপ যাক কিন্তু আমাদের মনে রাখতে হবে তা ক্ষণস্থায়ী, তাই সময়কে মূল্যায়ন এবং সময় পরিস্থিতির সাথে নিজেকে সীমাবদ্ধ করে চলাটাই শ্রেয় মনে করি,,

~~~ মাহিদুল
১৯০২২০১৯

 

Blogger_Mahidul_Is a Bangladeshi_Secular_blogger
Mahidul Islam
Blogger And Worker
Sines, Portugal

আমি ব্লগার মাহিদুল। আমি‌ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি‌ সততা ও‌ সত্যতা‌র অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।

Leave a Comment