the truth author

নিঃস্বার্থ

তুমি যাহা কিছু করো নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যাণের জন্য করো, বিনিময়ে মানুষ থেকে উপকার পাওয়ার জন্য নয়, উপকার তো স্বয়ং স্রষ্টাই তোমার জন্য রেখে দিয়েছেন,

~~~ মাহিদুল

 

প্রতিহিংসার আগুনে পুড়ে নয়, মানবতার সম্মুখীন হয়ে নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করাটাই মানব জাতির কর্তব্যে,

~~~মাহিদুল

 

আমি চাই তাঁদের থেকে রক্ষা, যাঁরা আমার সম্মুখে যা বলে, যা কিছু তাঁদের অন্তরে নেই, আমি চাই তাঁদের থেকে রক্ষা, যাঁরা আমার চলার পথে উৎসাহিত না করে চলার পথ কঠিন করে তুলে, আমি চাই তাঁদের থেকে বিশ্বাস এবং আস্থা যাঁরা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এবং আস্থা রাখে, আমি বিনিময়ে তাঁদের ভালোবাসাবিশ্বাস এবং আস্থার মর্যাদা দেবো নিঃস্বার্থভাবে, এটাই নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস,

 

~~~ মাহিদুল 

০২১০২০১৮

 

Exit mobile version