Sat, Jan 18, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 4 minutes

পৃথিবীতে ফ্যাশন দুরস্তের মধ্যে নারীরাই অন্যতম।

 

~~~মাহিদুল

যদিও পরকালে বেশীরভাগই নারী দোযখে নিপাতিত হবে তবে এর জন্যে দায়ী সব নর হবে যারা তাদের জন্য দ্বায়িত্বশীল ব্যক্তি হয়েও সঠিকভাবে দ্বায়িত্ব পালনে অক্ষম ছিলো।

 

~~~ মাহিদুল

নারীদের প্রতি সম্মান প্রদর্শন করো, নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে, নারী শুধু আমাদের মা বোন স্ত্রী না, নারী হলো নবীদের মা বোন স্ত্রী, নারীরা হলো জন্মদাত্রী প্রাণী, তাই তাদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের পক্ষে কল্যাণকর।

 

~~~ মাহিদুল

বিধাতা যাহা কিছু সৃষ্টি করেছেন তাহার চেয়ে উত্তম নারী জাতি, নারীদের ভালোবেসে বিনষ্ট করোনা মানব জাতি।

 

~~~ মাহিদুল

একটা নারীর ভবিষ্যত অন্ধকারের জন্য সব সময়ই একটা পুরুষের হাত থাকে, নারী এমনিতেই পথ চিনেনা পুরুষেই পথ দেখায়, তাই নারী খারাপ হওয়ার পিছনে একটা পুরুষের মিথ্যা প্রলোভন থাকবেই।

 

~~~ মাহিদুল

নারী হচ্ছে কলমের কালির মতো, যখন কালি কলমের ভিতরে থাকে খোব সুন্দর লাগে, আর যখন নিজের ইচ্ছাতে বাহির হয়ে যায় তখন বিছরি হয়ে যায়, ঠিক তেমনি নারী যখন পর্দার ভিতরে থাকে খোব সুন্দর লাগে, আর যখন নিজের ইচ্ছাতে বাহির হয়ে যায় তখন বিছরি হয়ে যায়।

 

~~~ মাহিদুল

আকাশের রঙ যেমন মুহূর্তে পালটে মেঘাচ্ছন্ন হতে পারে তেমনি কিছু নারীর মন মুহূর্তে পালটে অন্যের চোখ টাও মেঘাচ্ছন্ন করে দিতে পারে।

 

~~~ মাহিদুল

নারী তোমার মিষ্টি কথা মিষ্টি সুর শুনে গলে গিয়েছি আমি, বুঝিনিতো তুমি যে টাকা চিন্তাইকারী নারী,এতো দিনের সম্পর্ক টাকা নিয়ে শেষ, ভেবোনা ছেলেদের ভালোবাসা হবে না গো শেষ।

 

~~~ মাহিদুল

নারী তোমার মিষ্টি কথা শুনে গলে গিয়েছি আমি, বুঝিনিতো তুমি যে ছলনাময়ী , টাকা নাই পয়সা নাই বলেছিলে আমায় , সাথে সাথে টাকা ছেড়ে দিয়েছি যে তোমায়, কি করেছিলাম নারী আমি তোমার সাথে আজকে কাদালে তুমি এই ভাবে।

 

~~~ মাহিদুল

নারী প্রেমময়,মহিমাময়, গুনময়, নারী থেকে সব কিছু হয়, নারী পারে হাসাতে, নারী পারে কাদাতে, নারী সব কিছু করতে পারে এই দুনিয়াতে, নারী আগুন পুরুষ মোম গলে যায় কিছুক্ষন ক্ষনিকের মিলা মিশায় আসলে সবি অভিনয়।

 

~~~ মাহিদুল

ধন্য হয়েছি আমি তোমায় এই ভুবনে পেয়ে, নারী তুমি কষ্ট দিওনা আমার এই মনে, নারী সবাই বলে তুমি সার্থপর, কিন্তু আমি বলি সব নারী হয়না সার্থপর, কিছু নারী বুঝে নিতে হয়।

 

~~~ মাহিদুল

যার সঙ্গী ভালো তার জগত ভালো, একজন সৎ সঙ্গী নর নারীর অমুল্য রতন।

 

~~~ মাহিদুল

নারী থেকে পুরুষ জন্মে,নারীর বিপদে পুরুষ পাশে থাকে, আবার নারী পুরুষের মনে কষ্ট জন্মায়, তবে কেনো।

 

~~~মাহিদুল

নারীদের অনেক কথা আমি বই পুস্তিকে পড়েছি, আসলে নারী সবার থেকে উর্ধ্বে, তারপরও কেনো তারা সবার থেকে নিচু হয়ে যায়।

 

~~~মাহিদুল

তুমি নারীর দিকে থাকিয়ে তুমি হয়তো পাগল হয়ে যাবে, কিন্তু এই পাগল হওয়া মানে জীবন বরবাদ করা।

 

~~~মাহিদুল

চুরি দিয়ে আঘাত করলে শরীর হয় রক্তাক্ত , আর নারী আঘাত করলে জীবন হয় বিষাক্ত।

 

~~~মাহিদুল

একজন পতিতা নারী সাপের চেয়েও বিষাক্ত।

 

~~~ মাহিদুল

সাপে কামড় দিলে বাঁচার আশা থাকে,আর নারী কামড় দিলে তিলে তিলে ধ্বংস করে দেয় এই দেহ টাকে।

 

~~~ মাহিদুল

                     নারী তুমি ছলনাময়ী

               মহিদুল ইসলাম আল মাহদী

নারী তুমি ছলনাময়ী সাতপাক ঘুরে তুমি কবুল পড়েও তুমি হয়েছো অন্যের সঙ্গী

জীবন যাপন করতে হয়েছো রাজী

নারী তুমি পারো সব কিছু করতে,

ছলনা ভালোবাসা অভিনয় সব কিছু করতে পারো তুমি

নারী তোমার কথা শুনে পুরুষ গলে যায় অগ্রোচরে,

নারী তোমার মুখ যেনো মিষ্টি কথার সুর

এই সুন্দর সুর শুনে পুরুষ ফেঁসে যায় তোমার জালে,

ফেঁসে গিয়ে টাকা পয়সা সব কিছু দিয়ে যায় তোমার হাতে

বলে ক্ষমা চাই মাফ চাই তবুও অভিনয় করিস না আর আমার সাথে।

 

~~~ মাহিদুল,

 

এক ফোঁটা কলমের কালি তোমার জীবনকে রাঙ্গিয়ে তুলতে পারে, তেমনি এক ফোঁটা কলমের কালি তোমার জিবন টাকে নষ্ট করে দিতে পারে।

 

~~~মাহিদুল

 

তুমি এই ভাবে জীবন যাপন করো তুমি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য আফসোস করে।

 

~~~মাহিদুল

 

একাকীত্ব জীবন জানি খুব কষ্টকর তারপরও একা চলতে শিখো, একা চলতে গেলে নিজেকে কখনো দূর্ভল ভেবোনা, এর জন্য সাহস বুদ্ধি মনোবল থাকতে হবে, আমি নিশ্চিত আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেনো আপনি জয় লাভ করবেন যদি আপনি সাহসী হন।

 

~~~মাহিদুল

 

সুষ্ঠ সুন্দর সমাজ গড়ে তুলতে নারীদের গুরুত্ব অপরিসীম।

 

~~~ মাহিদুল

 

নারীদের জীবন হলো কুঁড়ে ঘরে থাকা পাখির মতো, সব সময়ই ভয় থাকে কখন যে ভুমিকম্প জ্বর তুফানে ঘর ভেঙ্গে যায়।

 

~~~ মাহিদুল

 

সৃষ্টিকর্তা কখনো বান্দাদের খারাপ চান না, যাই জীবনে ঘটুক ভালোর জন্যই ঘটে, মনে রেখো দুশ্চরিত্রা নারী সৃষ্টিকর্তা দুশ্চরিত্রা পুরুষ লোকের জন্য রেখে দিয়েছেন।

 

~~~ মাহিদুল

 

তুমি সাপ কে বিশ্বাস করো, কিন্তু পতিতা নারীকে নয়।

 

~~~ মাহিদুল

 

জন্মদাত্রী নারীকে যে সম্মান করলো, সে যেনো তার মা কে সম্মান করলো।

 

~~~ মাহিদুল

 

আমার মনুষ্যত্ব তখনই নিচু হয়, যখন জন্মদাত্রী প্রাণী নারীরা ইসলাম বিরোধী কাজ করে।

 

~~~ মাহিদুল

 

নারীর ভালোবাসায় সিক্ত হে পুরুষ, যুবক বৃদ্ধ নাহি চায় সে ভালোবাসা, জীবন উৎসর্গ দিতে পারে নারীর চলনারই বাসায়, দুর্বল প্রাণী নারী জাতির বিশেষ গুণ আছে, যা অর্জন করা সম্ভব নয় রক্তপাতে সেই কিছু অর্জন করেছে নারী মিছে ভালোবাসার ফাঁদে, নারীর ভালোবাসার শক্তি পুরুষের তলোয়ারের চাইতেও ধার, তাই তো নারী জন্মদাত্রী পূর্নতাকারী পুরুষের চাইতেও নওজোয়ান।

 

~~~ মাহিদুল

০১০৯২০১৭

 

একটা নারী খারাপ হোক কিংবা পুরুষ খারাপ হোক, চাহিদা কিন্তু একটাই থাকে জীবনসঙ্গী যেনো ভালো হয়, প্রশ্ন একটাই? নিজের সতীত্বে আঘাত করে এবং অন্যের ইজ্জতে আঘাত করে কি করে ভালো সঙ্গী পাওয়ার আশাকরি এই নির্বোধ হৃদয়ে।

 

~~~ মাহিদুল

১১০৮২০১৮

 

একজন নারীকে বিয়ে করা শুধু বংশবৃদ্ধি আনন্দ উপভোগের জন্য হয়ে থাকে এমনটা নয়, নারী তোমাকে বিপদে উৎসাহিত করবে অনুপ্রেরণা সাহস জোগাবে এবং সংসারে শান্তি সম্প্রতি ভালোবাসা ভাতৃত্ববোধ বজায় রাখবে এটার জন্য হয়।

 

 

~~~ মাহিদুল 

২২০৬২০১৮

 

কাউকে লোভ দেখিয়ে তাঁর ইজ্জত হরণ করা সেটা অপরাধ। হোক্ সেটা বিয়ে কিংবা চাকুরির প্রলোভন দেখানো। মেয়ে লোভী হতে পারে তাঁর মানে আপনি সুযোগে শরীর ভোগ করবেন, এটা অনুচিত এবং অপরাধের অন্তর্ভুক্ত, সেটা প্রকাশ্যে জোরপূর্বক ধর্ষণ না করলেও গুঁড়িয়ে পেঁচিয়ে মিথ্যা আশ্বাস মিথ্যা প্রলোভন দেখিয়ে মনের অনিচ্ছায় নারীর ইচ্ছাকে জাগ্রত করে মানসিক ব্ল্যাকমেল করে ধর্ষণ করা, সেটাকে কখনো নারীর সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক বলে না। 

~~~ মাহিদুল

১৪-১০-২০২০

উচ্চাকাঙ্ক্ষা ভালো! কিন্তু মেয়েদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় তাঁদের কে ভুল পথে ধাবিত করে, অপদস্থ ও বিপথগামী করে তুলে লোকালয়ে পদচারণে, এবং এক সময় চরিত্রহীনাও।

~~~ মাহিদুল

৩০-১০-২০২০

Md Efaz
Web Developer
Narayanganj Bangladesh
I am a dedicated WordPress developer with 4 years of experience on Fiverr. I specialize in developing all kinds of websites and landing pages, ensuring they are professional, responsive, and visually appealing. My goal is to bring your vision to life, whether it's a business site, e-commerce store, portfolio, or any other web solution. Let's work together to create a website that perfectly fits your needs and stands out in today’s digital landscape.
 

Leave a Comment