the truth author

ধর্ষণ নিয়ে উক্তি

আমরা তাঁদের নিয়ে কাঁদি যাঁরা ধর্ষণ হচ্ছে, আমরা তাঁদের নিয়ে কাঁদি নাতাঁদের নিয়ে ভাবিনা, যাঁরা প্রতিনিয়ত অদৃশ্য ধর্ষণের স্বীকার হচ্ছে, যাঁরা কি না প্রিয়জনদের বিবাহ রাত্রি যাপন অন্যদের সঙ্গে দেখে কিছু করতে না পেরে প্রতিনিয়ত একাকিত্বে ভেবে মনের দিক থেকে প্রতিরাত ধর্ষণের স্বীকার হচ্ছেহচ্ছে মানসিক ভারসাম্যহীন। এই ভেবে যে ভালোবাসার মানুষটি অন্যদের সঙ্গে রাত্রি যাপন করছে কাটানো সব স্মৃতি ভুলে, প্রতিঙ্গা ভঙ্গ স্বপ্নকে মাটি চাপা দিয়ে। ভালোবাসাহীনা মানুষটি প্রতিনিয়ত ভালোবাসার হলাহল পান করেই দিন পার করছে, এঁদের কষ্ট এদের জীবিত দেহে মৃত মনের জন্য কি কখনো আমরা কেঁদেছি? কখনো আমরা মন ভাঙ্গা স্বপ্ন ভাঙ্গার বিচার চেয়েছি?

~~~ মাহিদুল
০১১০২০২০

 

একবার ধর্ষণ হলে হাজারবার ধর্ষণের স্বীকার হতে হবে, এটাই জন্মভূমি বাংলাদেশের বিচার মনুষ্যত্বহীন মানুষদের নিষ্ঠুর বর্বরতা।

~~~ মাহিদুল

০৫১০২০২০

Exit mobile version