Thu, May 29, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 2 minutes

যে প্রকৃত ভাবে নিজের ধর্মকে বিশ্বাস করে, সে কখনো অন্যের ধর্ম সমন্ধে নিন্দা স্বরূপ কথা বলবে না।

 

~~~ মাহিদুল
০৩০৬২০১৬

 

আমরা ভিতু নই, আমরা দূর্বল নই, নাই থাক কোনো অস্ত্র, আছে বুকে মনোবল ও সাহস, আমরা নির্যাতিত, তবুও চাই শান্তি, আমরাই একালের শ্রেষ্ঠ যোদ্ধা,চাই না লড়তে, ধর্ম ইসলাম, চাই শান্তি।

 

~~~ মাহিদুল
১৪০৬২০১৬

 

আত্নঘাতী হামলা, অন্যায়ভাবে নিজ ধর্ম থেকে অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে হত্যা করা, এরকম মানুষেরা আকার আকৃতির মধ্যে মানুষ, কিন্তু তাঁদের রুপ ভয়ঙ্কর, যারা এরকম করে তাঁরা কখনো ধর্ম বিশ্বাসী না, তাঁরা হলো ধর্মদ্রোহী।

 

~~~ মাহিদুল

 

 

যদি মানুষ ধর্মের ক্ষেত্রে নগদে বিশ্বাসী না হয়ে বাকীতে বিশ্বাসী হতো, বিশ্বাসী হতো পরকালের লম্বা সফরের জীবন নিয়ে, এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্যে হলো পরবর্তী জীবনে শান্তিতে থাকার জন্য মুসাফির দুনিয়াতে নেক আ’মল করা যা বাকীতে বিশ্বাস করলে পরবর্তী জীবনে মহান আল্লাহর ইচ্ছায় শান্তিতে চিরকাল অবস্থান করবে জান্নাতী হয়ে।

 

~~~ মাহিদুল
১৩-১১-২০১৭

 

মহৎ ব্যক্তিরা সব ধর্মের এবং সব গোত্রের লোকেদের কাছ থেকে সম্মান পেয়ে থাকে, তাঁদের সম্মান পাওয়ার পিছনে অর্জন টা হলো ভালো কর্ম।

 

~~~ মাহিদুল
১৩-০৬-২০১৮

 

যদি ধর্মের নামে সহিষ্ণুতা হয়, যদি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করা উদ্দেশ্য হয়, যদি ধর্মের নামে আন্দোলনে নিরীহ মানুষ হত্যা হয়, যদি ধর্মের নামে দেশে দুর্ভিক্ষ ও সাধারণ মানুষের জীবনমানে অবনতি ঘটে। তবে সেই সব ধর্মের নামে সব ধরনের সহিষ্ণুতা মোকাবেলা করা ধর্ম বর্ণ ও গোত্র নির্বিশেষে সবারই প্রয়োজন। ধর্ম কখনো দুর্ভিক্ষ আনয়ন ও হত্যার পক্ষে নয়। তাই ধর্মের নামে ধর্মান্ধদের বিরুদ্ধে সোচ্চার থাকা চাঁই।

~~~ মাহিদুল
৩০-০৩-২০২১

 

আমি সব ধর্মকে সম্মান করি ও সম্মান করি সব ধর্মের পবিত্র স্থান সমূহ উপাসনালয়কে। যেখানে যাঁর যাঁর ধর্ম অনুসারে বিশ্বাসীগণের মধ্যে সৃষ্টিকর্তার প্রদত্ত মহিমা বর্ষিত হয়।

~~~ মাহিদুল
০৩-০৪-২০২১

 

আমি মুসলিম! আমি যিশুখ্রিষ্ট (ঈসা আঃ) কে বিশ্বাস করি, তবে আমি বিশ্বাস করি না, তিনি ঈশ্বরের পুত্র বা ঈশ্বর। আমি বিশ্বাস করি তিনি মানব জাহানের কল্যাণের জন্য এসে ছিলেন এবং তিনি আবার আসবেন। যে মুসলিম যীশু খ্রিষ্ট (ঈসা আঃ) কে বিশ্বাস করবে না সে মুসলিম হিসেবে আমার কাছে সন্দিহান।

 

~~~ মাহিদুল

০৫-০৫-২০২১

যদি সংগ্রাম করতে হয়, যদি মরতেই হয়, যদি জান্নাত লাভ করতে চাও। তবে প্রস্তুতি নাও নিজদের ধর্ম রক্ষা, নিজেদের ধর্মের পবিত্র স্থান রক্ষা ও মানবতা রক্ষা করার সংগ্রামে।

~~~ মাহিদুল
১৬-০৫-২০২১

আমি সব ধর্মক ভালোবাসি, এবং ভালোবাসি সব ধর্মের মানুষদেরও। কিন্তু ধর্মের নামে ধর্মান্ধতা রাষ্ট্র ও মানুষদের ঘৃণা করি। যাঁরা ধর্মের নামে অন্যায় ভাবে অন্য ধর্মকে আঘাত ও অন্য ধর্মের মানুষদের আঘাত ও হত্যা করে।

~~~ মাহিদুল
১৬-০৫-২০২১

 

ধর্ম উৎকৃষ্ট ও নিকৃষ্ট হয়, ধর্ম অনুসারী মানুষের আচরণে।

~~~ মাহিদুল
২২-০৭-২০২০

 

তোমরা কাউকে জাত, ধর্ম, গোত্র, ধনী, গরীব, সুন্দর-অসুন্দর এই সব দিয়ে বিচার করোনা, তোমরা বিচার করো মানবতা দিয়ে-সে মানুষ এবং তার বাঁচার অধিকার আছে আর সে ক্ষেত্রে তোমরা মানুষদের বিপদে সাহায্যের হাত প্রসারিত করো, আর এটাই মানব ধর্ম ও কর্ম।

~~~ মাহিদুল
২৮-১০-২০২১

 

বাংলাদেশে যে ধর্ম অনুসারীদের আমরা সংখ্যালঘু বলি! ইন্ডিয়াতে তারা সংখ্যাগুরু, ভূটান, চীন, ইউরোপ সহ অন্যান্য দেশের ধর্মের অনুসারীরা যেখানে সংখ্যাগুরু, বাংলাদেশে তারা সংখ্যালঘু। আসলে আমরা যাঁদেরকে সংখ্যালঘু বলি না কেন তারা কিন্তু অন্যান্য দেশে সংখ্যাগুরু। তাই সংখ্যালঘু বলতে কোনো ধর্ম ও জাত নেই! সবাই সংখ্যাগুরু। তাই আসুন! সংখ্যালঘু বলে আমরা একটা ধর্ম ও জাতিকে অসম্মান না করি।

~~~ মাহিদুল
২৬-১১-২০২১

 

কখনো কাউকে ধর্ম দিয়ে বিচার করো না, সে কেমন!
কারণ সব ধর্মই ভালো পথ প্রদর্শন করে।
কখনো কাউকে শিক্ষা দিয়ে বিচার করোনা, সে সুশিক্ষিত।
কারণ অধিকাংশ শিক্ষিত ব্যক্তিরাই পৃথিবীকে অন্ধকারে ধাবিত করছে।
মানুষকে বিচার করো তার কর্মে, ব্যবহারে ও চরিত্রে যদিও সে গরীব হয়।

~~~ মাহিদুল
০৪-০৩-২০২২

 

Blogger_Mahidul_Is a Bangladeshi_Secular_blogger
Mahidul Islam
Blogger And Worker
Sines, Portugal

আমি ব্লগার মাহিদুল। আমি‌ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি‌ সততা ও‌ সত্যতা‌র অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।

Leave a Comment