the truth author

দাস দাসী সম্পর্কিত উক্তি

দেশের অবকাঠামো উন্নয়ন করতে এবং নারীদের প্রতি পুরুষের কু চাহনি কিছুটা হলেও দূর করতে ও ধর্ষণ কিছুটা হলেও বন্ধ করতে। রাষ্ট্র প্রধানদের উচিত্ প্রস্টিটিউটদের প্রকাশ্যে অনুমতি প্রধান করা এবং নির্দিষ্ট জায়গা তাঁদের জন্য প্রেরণ করা যাতে পুরুষরা সেখানে গিয়ে তাঁদের ইচ্ছা পূরণ করতে পারে। যা পশ্চিমা সহ উন্নত অনেক দেশেই আছে। দাস দাসীদের ক্রয় করে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে যৌন সঙ্গম করার থেকে ইচ্ছাকৃত প্রস্টিটিউটদের সাথে যৌনসঙ্গম করাই শ্রেয়। দাস দাসী হওয়ার জন্য ইচ্ছা না থাকা সত্তেও সঙ্গমে আবদ্ধ হতে হয় পরাধীনতার সঙ্গে। আর প্রস্টিটিউট নিজের ইচ্ছায় এবং নিজ স্বাধীনতায় অর্থের জন্য এবং নিজের ইচ্ছার জন্য সঙ্গমে লিপ্ত হয়। তাহলে কোনটা শ্রেয়?


~~~ মাহিদুল
২৮-০৫-২০২১

কেনো সমাজ ও রাষ্ট্র মানুষের বাঁক স্বাধীনতা হরণ করে পরাধীনতার সঙ্গে রাখবে? কেনো সমাজ ও রাষ্ট্র মানুষের ইচ্ছাকৃত সব ধরণের সম্পর্ককে দোষী ভাববে? ইচ্ছাকৃত প্রেম/ভালোবাসা কিংবা পরকীয়া এবং প্রস্টিটিউট হওয়া ও তাঁদের কাছে যাওয়া সেটা কেনো অপরাধ হবে? তাঁরা তো পরাধীনতার শিকলে বন্দি থাকা অনিচ্ছাকৃত দাস দাসীদের সাথে সম্পর্ক করার থেকেই শ্রেয় কাজ করছে। বিচার হওয়া এবং দোষী তাঁদের হওয়া চাঁই। যাঁরা দাস দাসীদের অসহায়ত্বকে পুঁজি করে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে সঙ্গম ও জোরপূর্বক কোনো ধরণের সম্পর্ক করা এবং পরাধীনতার শিকলে বন্দি করা টাকে।

Exit mobile version