তুমি যদি সুখি মানুষ হতে চাও তবে তুমি ত্যাগ করে নাও, ত্যাগের মধ্যে প্রথমে কষ্টটা থাকলেও পরে সুখ এমনিতেই কাছে এসে যায়, ত্যাগী মানুষেরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দেশ ও জাতিকে,
~~~ মাহিদুল
জগতে মরিতে হয় ,ইচ্ছায় অনিচ্ছাতে বেকুল হইয়া পরিবে যখন, সঙ্গ বঙ্গ ত্যাগ করিয়া যাইবে রে তুই একা হইয়া, বুঝিনিতো মানুষ কিভাবে এ জগতে আইয়া, বুঝেনাতো বুঝলে ইমান আনে না তো পরকালের দিয়া,মানুষ কিভাবে এ জগতে আইয়া, বন্ধু বল বান্ধব বল কেউ কারো নয়, পরকালের ঠিকানাতে সবি যেতে হয়,
~~~ মাহিদুল
তুমি যখন ত্যাগ করতে পারবে তখন তুমি পৃথিবীটাকে বুঝবে, ত্যাগ ই পারে তোমার জীবনে সচ্ছলতা ও হাসি ফুটাতে,
~~~~ মাহিদুল
You Might Also Like