the truth author

জীবনের সন্ধানে ✍ লেখিকা মাহমুদা তাজরিন

জীবনের সন্ধানে 
✍ লেখিকা মাহমুদা তাজরিন

জীবনের সন্ধানে এসেছি আমি
খুঁজেছি আমার আপন জীবন,
যে জীবনটা স্বপ্নে লালিত
যে জীবনে আছে অনিন্দ‍্য স্বপন।
আমার আশা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

যে জীবনে বিষ মধু হয়ে যায়
দুঃখ হয়ে যায় সুখ,
কান্নারা যে জীবনে হাসি ফুটায়
স্বপ্ন থাকে ভরা এক বুক।
আমার ভাবনা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

যে জীবনে কাঁটা ফুল হয়ে যায়
ফুটায় ধরায় প্রেমের হাসি,
ঝরে পড়া পাপড়ি যেথায়
থাকে জীবন্ত রাশি রাশি।
আমার প্রত‍্যাশা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

যে জীবন সদা থাকে সবরে
ধৈর্য্য বুকে করে ধারন,
দুঃখে পড়েও যে জীবনে
থাকে বুকে আকুল স্বপন।
আমার সুখ আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

অন্ধকারের আধার রাতে
সংকীর্ণ সেই একাকী পথে,
যেই জীবনটা দুঃসাহস কে
রাখবে যে তার সাথে।
আমার আনন্দ আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

হাতে নিয়ে দুরন্ত মশাল
যে জীবন যায় এগিয়ে,
সব ভয় আর বাধা বিপদ
প্রতিরোধ করে সামনে গিয়ে।
আমার চাওয়া আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

যে তার আকুল স্বপন নিয়ে 
বাধার আধার দুর করে,
কাঁটাভরা জীবনকে নিয়েই
ফুলের মতন ঘর করে।
আমার বাসনা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

হাহাকার আর বিষের যাতন
যে জীবনকে মধুর করে,
হতাশা ঝঞ্ঝাট দু’পায়ে দলে
শান্তি আসে যে জীবন ‘পরে।
আমার প্রার্থনা আর স্বপ্ন মনে মনে, 
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

নিষ্ঠুরতা নয় ভালোবাসা আমি 
চাই আমার ছোট্ট মনে,
অফুরন্ত স্বপ্ন আর আশা
থাকবে আমার হৃদয় কোনে।
আমার প্রত‍্যাশা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

প্রতিকূলতার বিষাদ আগুন
জ্বলবেনা আর কোনোখানে,
যে জীবন নিভাতে সেই আগুন
চেষ্টায় থাকবে রাতে দিনে।
আমার আশা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

দুঃখের জ্বালা বুকের মাঝে
যে জীবনটা সুখ ভেবে,
তারে বুকে রেখে ধরেই
সুখী যেজন হয় ভবে।
আমার ভাবনা আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

কান্নার আওয়াজ আর কোনোখানে
ফুটবেনা মনে আসবেনা কানে,
নয়নে নয়নে দীপ্তির ঝলক
কান্নারা পালাবে আড়াল কোনে।
আমার চাওয়া আর স্বপ্ন মনে মনে,
আমি এসেছি সেই জীবনের সন্ধানে।

ধন্যবাদ লেখা গুলো পড়ার জন্য ও লেখা ভালো লাগলে শেয়ার করবেন।

Exit mobile version