the truth author

চরিত্র সম্পর্কিত উক্তি

জন্ম থেকেই শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুন্দর চরিত্রের মানুষ হওয়া প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর।

~~~ মাহিদুল

পৃথিবী থেকে চলে যাওয়ার পর যার কথা মানুষ বলে তা হলো মানুষের কর্ম চরিত্র।

~~~ মাহিদুল

মানুষের জন্যে সর্বাগ্রে প্রয়োজন ভালো চরিত্রের মানুষ হওয়া।

~~~ মাহিদুল

মানুষের ধন সম্পদ বাহ্যিক সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করে কোনো ধরণের সম্পর্ক গড়ে তোলা নয়, সম্পর্ক গড়ে তুলো তার ভালো চরিত্র, আখলাক দ্বীন দেখে।

~~~ মাহিদুল

ভালো চরিত্র,কর্ম শিক্ষা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া।

~~~ মাহিদুল

ব্যক্তির সৌন্দর্য তাঁর বাহ্যিক সৌন্দর্যের জন্য হয় না, তাঁর সৌন্দর্য ভালো কর্ম চরিত্রের জন্য হয়।

~~~ মাহিদুল
১২০২২০১৮

মাকালের ফল দেখতে ভালো হলেও তাঁর ভিতর কালো দুর্গন্ধ জনক। সমাজে এমনও নারী পুরুষ আছে যাঁদের বাহ্যিক আচরণ সৌন্দর্য তোমাকে অভিভূত করলেও তাঁদের ভিতরে নোংরা কুৎসিত দুর্গন্ধময় একটা চরিত্র কাজ করে থাকে। অধিকাংশ সময় তাঁদের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর আমরা বুঝতে পারি যে তাঁদের ভিতরে নোংরা একটা চরিত্র কাজ করে থাকে।

~~~ মাহিদুল
০২০৬২০২১

 

Exit mobile version