the truth author

গন্তব্যে নিয়ে উক্তি

লক্ষ্যহীন মানুষ সে জানে না তাঁর গন্তব্য কোথায়, গন্তব্যহীন মানুষ সে জানে না তাঁর চেষ্টার ব্যবহার কোথায় করতে হবে, মানুষের লক্ষ্য ছাড়া চেষ্টা,ধৈর্য মনোবল ঘুমন্ত থেকে যায়, চেষ্টা,ধৈর্য,মনোবল নিজের প্রতি আত্মবিশ্বাস জাগ্রত করতে তোমার লক্ষ্যকে ঠিক রেখে লক্ষ্যস্থলের প্রতি চেষ্টা করতে হবে, লক্ষ্যস্থলের যাত্রী সে জানে তাঁর গন্তব্যে কোথায়, এবং জানে তাঁর চেষ্টা ধৈর্য কোথায় করতে হবে, লক্ষ্যকে ঠিক রেখে গন্তব্যের প্রতি যাত্রাই পারে তোমাকে সুন্দর এক দিন উপহার দিতে এবং দিবে যাত্রা পথের শিক্ষাটাও। 

~~~ মাহিদুল 

০৫১২২০২০

গন্তব্যের প্রতি যাত্রাই তোমাকে তোমার সঠিক গন্তব্যে না পৌঁছাতে পারলেও কাছে কাছি পৌঁছাতে পারে, তবে খুব কম সংখ্যক মানুষ আছে যাঁরা তাঁদের গন্তব্যে পুরোপুরি পৌছে যায়, গন্তব্যের মধ্যে খানে হাজারো প্রতিবন্ধকতার মুখোমুখি ধৈর্যহীন হয়ে ভেঙ্গে না পড়ে আবারো উঠে পড়ো, কে জানে তুমি তোমার গন্তব্যের লক্ষ্যে কতটুকু পৌছিয়েছো, হয়তো এটাই হতে পারে তুমি তোমার গন্তব্যের শেষ প্রান্তেই আছো, চেষ্টা,ধৈর্য,আত্মবিশ্বাস মনোবল নিয়ে আবারো উঠে পড়ো গন্তব্যের প্রতি সফলতার লক্ষ্যে। 

~~~ মাহিদুল 

০৫১২২০২০

Exit mobile version