the truth author

কেন তুমি ক্ষমা চাইছ

কেন তুমি ক্ষমা চাইছ? ক্ষমা আমাকে করো! কারণ আমি তোমার সব কিছু জেনেই পাগলের মতো ভালোবেসে ছিলাম।

ক্ষমা আমাকেই করো! আমি সব প্রতিবন্ধকতাকে ছিন্ন করে তোমাকেই চেয়েছিলাম।

ক্ষমা কেনো তুমি চাইছ আজ? ক্ষমা আমাকে করো! ধনী-গরীব সুন্দর অসুন্দরের মধ্যে Compare না করে নিজের মতো করেই ভালোবেসে ছিলাম।

সব কিছু ভুলে আজ আমাকেই ক্ষমা করো! যে আমি তোমার মিথ্যা ভালোবাসার কাছে হেরে গেলাম।

ক্ষমা আমাকেই করা উচিৎ যে কি’না তোমাকে ভালোবাসার পর আর কারোর ভালোবাসার প্রয়োজন মনে করছিল না।

ক্ষমা আমাকেই করো? যে তোমার কষ্টের মূহর্তে আমি পাশে ছিলাম।

ক্ষমা আমাকেই করো! যে আমি তোমার কান্নার মূহর্তে হাসিটা ফেরানোর জন্য হাজারটা কারণ খুঁজে ছিলাম।

ক্ষমা আমাকেই করো! আমি তোমার সুখের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিতে চেয়েছিলাম।

ক্ষমা আমাকেই করো! কারণ আমি তোমার ভালোবাসার কাছে হেরে গিয়ে নিজের স্বপ্নকে হত্যা করে ছিলাম।

ক্ষমা আমাকেই করো! যে তোমাকে ভালোবাসার পর আর কারোর প্রতি সেই আগের মতো ভালোবাসা ও বিশ্বাস মনের মধ্যে জায়গা করতে পারিনি তাঁর জন্য।

ক্ষমা আমাকেই করো! যে তোমার ভালোবাসার হত্যায় আজও বেঁচে আছি অন্তরে ব্যথার যন্ত্রণা নিয়ে।

ক্ষমা আমাকেই করো! যে আমি সব কিছু জেনেই বুঝে নিজেই নিজের জন্য বিষ পান করেছি তাঁর জন্য।

ক্ষমা আমাকেই করো! যে আমি সহ্য করতে পারিনি এই নিঃস্বার্থ ভালোবাসার প্রবল যন্ত্রণার ব্যথার কষ্টটাকে।

তাই তো আজ আমি তোমার থেকে অনেক দূরেই! চাইলেই কখনো আমাকে পাবে না! চাইলেই কখনো মুখ খুলে কথা বলতে পারবে না, চাইলেই কখনো আগের জায়গায় তুমি আর আসতে পারবে না।

ভালোবাসার যন্ত্রণা সত্যি খুবই কঠিন, সবাই এই যন্ত্রণা সহ্য করতে পারে না। আর যাঁরা সহ্য করতে পারে তাঁরাই জানে এই অদৃশ্য ব্যথার যন্ত্রণা তীলে তীলে নিজের ভিতরের বাম পাশের হার্টটাকে ক্ষতবিক্ষত করতে থাকে। এই ব্যথার যন্ত্রণা কাউকে দেখানো যায় না আর না কাউকে বলা যায়, এর কোনো সমাচার নেই কোনো মানুষের কাছে, এক ভালোবাসার মানুষ ছাড়া।

তাই ক্ষমা আমাকেই করো? কারণ চিকিৎসাবিহীন ব্যথার যন্ত্রণা নিয়ে আজও বেঁচে আছি তাঁর জন্য।

আমি তোমার সব সময় ভালোই চাই এবং মন থেকে ভালোবাসি, তবে মনে রেখো ভুলের ক্ষমা হয় কিন্ত অপরাধের না।

তাই আমাকেই ক্ষমা করো? কারণ আমি তোমাকে ক্ষমা করতে পারিনি তাঁর জন্য, কারণ ক্ষমা করার মতো এই হৃদয়ে আজও রক্তক্রণ বইছে! তাই পারলাম না এতো বছর পর আজও ক্ষমা করতে তোমাকে।

তাই আজ আমাকেই ক্ষমা করো! বেঁচে আছি নিঃস্বার্থ ভালোবাসার কাছে হেরে গিয়ে স্বপ্নকে কবর দিয়ে ব্যথা ও কষ্টে আজও বেঁচে থাকার জন্য!

অদৃশ্য ব্যথার যন্ত্রণা আজও ভুলতে পারিনি, ভালো থেকো তুমি, সুখে থেকো তুমি! ক্ষমা করো আমাকে, কারণ ক্ষমা করতে পারিনি আজও তোমাকে।

প্রিয়তমা।

 

  সমাপ্ত
Exit mobile version