the truth author

কর্ম

কর্মের গুনে খারাপ তুমি কর্মের গুনে ভালো কর্ম যেন এমন হয় যা দেখে মানুষ শিখে তোমার কর্মরত্ব বেহুঁশে,

~~~ মাহিদুল

 

তোমার জীবন কখনো তোমার উপর নির্ভর করে চলবে না, তোমার কর্মের উপর নির্ভর করে চলবে,

~~~ মাহিদুল

 

ভাগ্য কারো হাতের মুঠয় নেই কর্মই ভাগ্য তৈরি করে,

~~~ মাহিদুল

 

ভাগ্য আমার হাতে নেই কিন্তু কর্ম আমার হাতের মুঠোয়, কর্মই আমার ভাগ্য তৈরি করবে,

~~~ মাহিদুল

 

তোমার কর্ম যাই হয় না কেনো থাকে বড়ো মনে করো, কারণ সে কর্ম হয়তো তোমার ভাগ্য পরিবর্তনের অবলম্বন করে দিতে পারে,

~~~ মাহিদুল

 

নিজের কর্ম কখনো খারাপ করো না, যা দেখে মানুষ ঘৃণা করে, নিজের কর্ম এমন টাই করতে চাও যা দেখে মানুষ তোমার কর্মের সফলতা দেখে চেষ্টা করে নিজেকে তৈরি করতে,

~~~ মাহিদুল

 

Exit mobile version