ঋণ করে কিছু করার চেয়ে না করাই ভালো কেননা ঋণের কি যন্ত্রণা একমাত্র ঋনগ্রস্ত মানুষেরাই বোঝে,
~~~ মাহিদুল
আমার কাছে কেউ ঋণ পেলে আমি মোবাইলে নাম তারিখ দিয়ে ঋণের সংখ্যা লেখে রাখি এই জন্যই যে আমার মোবাইল যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমার ঋণের ভয় থাকবে, এই ভয় দূর করার জন্য খুব শীঘ্রই ঋণ দূর করার চেষ্টায় থাকবো, হোক এক টাকা, কিন্তু সেটা ঋণ,
~~~ মাহিদুল