the truth author

আশা সম্পর্কিত উক্তি

তুমি আশা করো তবে অন্যের থেকে কিছু পাওয়ার জন্য না, তুমি আশা নিয়ে পথ চলো তোমার লক্ষ্যস্থলে পৌছাতে, তুমি তোমার উপর নির্ভর করে আশা করো অন্যের উপর নয়, আর এই টুকু তোমার মস্তিষ্ক ও মনুষ্যত্বের বোঝার জন্য যতেষ্ট।

~~~ মাহিদুল

আমি কোনো কিছু কখনো পাওয়ার আশা করিনা, তাই না পাওয়ার কষ্ট কখনো আমার মনে আসে না।

~~~ মাহিদুল

যে ব্যক্তি আশার পরিমান চেষ্টা করে সে ব্যক্তির চেষ্টা একেবারেই বৃথা যায়না, চেষ্টাই তোমার সাফল্যের বন্ধ দরজা খুলবে।

~~~ মাহিদুল

জীবন সংক্ষিপ্ত কাজ সংক্ষিপ্ত নহে, আশা বড়ো তার পরও নিরাশ হয়ে থাকে।

~~~মাহিদুল

আমাদের জীবন অতি ছোট্ট কিন্তু আশা অনেক বড়ো, আমাদের বুঝ হওয়ার পর থেকে আশা মনের মধ্যে জেগে থাকে, এই আশা কখনো শেষ হওয়না, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আশা থেকে যায়,আর সেই আশা গুলো,আশার মধ্যে নিয়ে যায় চিরকালের জন্য মৃত্যু এসে, এটাই এই পৃথিবীর বাস্তবতা, এটাই চিরন্তন।

~~~মাহিদুল

আশা এমন একটা শব্দ! যে হতে পারে এবং এ হতে পারাটাই একদিন সফলতা অর্জন করে দেয় নিজের লক্ষের প্রতি চেষ্টার দ্বারা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

মানুষের সবচেয়ে বড় শক্তি তাঁর মধ্যে এবং তাঁর কর্মে আশা জাগ্রত করে চেষ্টা করতে পারাটা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

Exit mobile version