Wed, May 21, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 3 minutes

যাঁরা হাজারো ব্যর্থতার পর আশাবাদী ছিলেন! আমি সফল হবো-এই কথা বিশ্বাস করে ছিলেন। এবং ব্যর্থতার মধ্যে বসে না থেকে আবারো চেষ্টা শুরু করেছিলেন নিজের লক্ষে, নিজের কর্মের প্রতি মনোবল, ধৈর্য্য ও চেষ্টা সহকারে। এবং আমাদের উপভোগ করতে দিয়েছেন একটা সুন্দর পৃথিবীর সৌন্দর্যটাকে! তাঁদের একাধিক কিংবা হাজারবার ব্যর্থতার পরেও চেষ্টার মাধ্যমে আজকের পৃথিবীর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি! এটাই সত্য।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

যাঁরা আশাবাদী যাঁরা চেষ্টা ধৈর্য ও সংগ্রাম করে লক্ষ্যস্থলের প্রতি টিকে থাকতে পারে দিন শেষে তাঁদের ইতিহাস লেখা হয় সফলতার মধ্যে দিয়ে। এবং যাঁরা ব্যর্থ হয় তাঁদের জীবনে অভিজ্ঞতা অর্জন হয়। ব্যর্থতার মধ্যে দিয়ে অভিজ্ঞতা ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না, জীবনে ব্যর্থতা থাকবে তবে আপনাকে আশাবাদী হতে হবে আপনার লক্ষে।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষরা গোটা মানব জাতি এবং একটা পৃথিবীর দূষিত প্রকৃতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে নিজের সদিচ্ছা ভালো কর্ম ও ধৈর্য সহকারে লক্ষ্যস্থলের প্রতি চেষ্টার দ্বারা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

মানুষের সব চাইতে বড় শক্তি তাঁর লক্ষে সে আশাবাদী এবং আশা রাখতে পারাটা অর্জন করা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

যদি শক্তিশালী হতে চাও, যদি সুন্দর জীবন উপভোগ করতে চাও, তবে টাকার শক্তি অর্জন নয়, ক্ষমতার শক্তি অর্জন নয়। অর্জন করো আশার। যে আশার দ্বারা তুমি তোমার জীবনের ব্যর্থতা গুলোর মধ্যে বসে না থেকে আশা করতে পারো তুমি পারবে তোমার লক্ষে সফল হতে; এবং উঠে দাঁড়াও নিজের জন্য ও ভবিষ্যত মানুষদের জন্য, শিক্ষা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য, যাতে করে তাঁরা ভবিষ্যতে তোমার জীবনকে অনুসরণ করতে পারে, ব্যর্থতা থেকে আশার মাধ্যমে চেষ্টা করে বেঁচে থাকতে পারে নিজের কর্মে, আপনার জীবনী অনুসরণ করে, এবং সফল হয় সেই চেষ্টায়।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষরা আশার মাধ্যমে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে নিজের প্রতিভাকে জাগ্রত করে।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষরা শুধু নিজেকে পরিবর্তন করে না, করে একটা পৃথিবীকেও। তাই আপনি আশাবাদী হন; হাজারবার চেষ্টা করার পরও আরো একবার চেষ্টা করেন! কে জানে হয়তো পরবর্তী চেষ্টায় তুমি সফল হতে পারবে তোমার লক্ষে, এই ভেবে চেষ্টা চালিয়ে যাও।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

যাঁরা স্বপ্ন দেখে, যাঁরা চেষ্টা করতে জানে, যাঁরা নিজের কর্মের প্রতি আশাবাদী হয় নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারে সে আজ না হয় কাল সফল হতে পারে নিজের লক্ষে।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আপনাকে আশাবাদী মানুষ হতে হবে! যে কোনো পরিস্থিতিতে আশা রাখতে হবে আপনার লক্ষে। মানুষের মধ্যে নৈরাশ্যবাদ বা হতাশাবাদের জন্ম নেওয়া মানে এই পৃথিবীর সৌন্দর্য নষ্ট হওয়া এবং জাতি আলো থেকে অন্ধকারে শায়িত হওয়া।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

মানুষের সবচেয়ে বড় শক্তি তাঁর মধ্যে এবং তাঁর কর্মে আশাবাদী হয়ে ব্যর্থতার পরেও আরো একবার চেষ্টা করতে পারাটা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষেরা ভবিষ্যতে ইতিবাচক এবং সফল হবে নিজের লক্ষে নিজের কর্মের দ্বারা, সে বিশ্বাস করে বেঁচে থাকে চেষ্টা ও ধৈর্য্যর মাধ্যমে।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আমি আশাবাদী মানুষের বন্ধু যদিও সে জীবনে বারবার ব্যর্থ হয় চেষ্টা করার পরেও, এবং আশা রাখে আমি পারবো। কারণ তাঁর ব্যর্থতা ও চেষ্টা থেকে আমি কোনো না কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারবো। যা নৈরাশ্যবাদ মানুষের থেকে করতে পারবো না।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

মানুষের জীবনে Expectations সব সময় পূর্ণ হবে এমনটা না। তবে তোমাকে তোমার লক্ষে ইতিবাচক ধারণা নিয়ে আশা রাখতে হবে আমি পারবো। জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার মাধ্যমে একটা বড় শক্তি অর্জন করা যায় নিজের লক্ষে এবং কর্মে। যাঁর দ্বারা আপনি আপনার লক্ষে সফল অথবা সফলতার দ্বার প্রান্তেই যেতে পারবেন।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

বলি মোরা একি বাক্যে!
আশা হোক জীবনের চেষ্টার প্রতিটা ক্ষেত্রে।
ইতিবাচক ধারণা থাকুক নিজ কর্মে!
বিলুপ্ত হোক্ নৈরাশাবাদ হৃদয় স্পন্দন থেকে।
হতে হবে মানুষ আমি আশাবাদীর মতো!
সকল কর্মে চিন্তাধারা রাখি ইতিবাচকের মতো।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষদের জন্যই আমরা আজকের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছি! কেউ শিক্ষার মাধ্যমে পৃথিবীর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আবার কেউবা বিজ্ঞানের মাধ্যমে, আবার কেউ বারবার ব্যর্থতা বরণ করে নেওয়ার পরও কঠোর চেষ্টা ও ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সুন্দর জিনিস উপহার দিয়েছেন।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষেরা ভবিষ্যতে ইতিবাচক এবং সাফল হবে! নিজের লক্ষ্যে, নিজের কর্মের দ্বারা, সে বিশ্বাস করে বেঁচে থাকে চেষ্টা ও ধৈর্য্যর মাধ্যমে।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

আশাবাদী মানুষরা গোটা মানব জাতি এবং একটা পৃথিবীর দূষিত প্রকৃতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে নিজের সদিচ্ছা ভালো কর্ম ও ধৈর্য সহকারে লক্ষ্যস্থলের প্রতি চেষ্টার দ্বারা।

~~~ মাহিদুল
২৪-০৫-২০২১

Blogger_Mahidul_Is a Bangladeshi_Secular_blogger
Mahidul Islam
Blogger And Worker
Sines, Portugal

আমি ব্লগার মাহিদুল। আমি‌ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেছি। আমি‌ সততা ও‌ সত্যতা‌র অনুসন্ধানে এবং দূর্নীতি অনিয়ম ও ধর্মের নামে মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে এক সোচ্চার সৈনিক।

Leave a Comment