শুনেছ কখনো
মাহিদুল ইসলাম আল মাহদী
শুনেছ কখনো তোমরা এই বাংলার মা বোনের আর্তনাদ,
মিছে স্বার্থের ফাদে পড়ে ছুটে চলে প্রবাস জীবনে, কত হাহাকার কতো কান্না নিরবে নিস্তবে সয়ে বেদনা,
চিৎকার করে ডাকে কে কোথায় আছো আজ, শুনেছ কখনো তোমরা এই বাংলা মায়ের চিৎকার,
কত নিউজ ভিডিও ফুটেজ দেখি আমরা করিনা প্রতিবাদ,
এই বাংলার প্রতিবাদী মানুষ কে কোথায় আছো আজ,
নির্যাতনের শিকার মোদের এই বাংলার মা জননী, দেখোনি তোমরা শুননি চিৎকার করেছে কত হাহাকার,
এই বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান কে কোথায় আছো আজ,
টাকার জন্য জন্মদাত্রী প্রাণীদের দেয় যেয় প্রবাস জীবনে,
ধিক্কার জানাই সেই সব পুরুষ জাতিদের এই বাংলার মাঠিতে,
অনুরোধ রইলো তোমাদেরই কাছে, বুঝে শুনে চলো, কালো চশমা খুলে চোখ দিয়ে দেখো,
বন্ধ করে দাও জন্মদাত্রী মা বোনদের প্রবাস,
সমাপ্ত
___________________________________________
প্রবাস জীবন
মাহিদুল ইসলাম আল মাহদী
চিৎকার করে ডাকি আমি মাগো তোমায় বলে,
কষ্টে আছি মাগো আমি প্রবাস জীবনে তে।
দিনের শেষে রাত আসে চোখ দুটো চেয়ে জাগে,
ঘুম তো আমার আসে না গো প্রবাস জীবনে তে।
চুক্তিপত্রে লেখা আমার যেই কর্মের নাম,
প্রবাসে তে এসে দেখি ঐ কর্ম নাই।
কর্মের জন্য আসলাম আমি প্রবাস জীবনে তে,
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন রেখে,
অর্থের জন্য আসলাম আমি কর্মেরি তরে, পরিশ্রমে অর্থ খুঁজবো ভেবে ছিলাম ভবে,
এখন দেখি প্রবাস জীবন আর্তনাদে কাটে,
সুন্দর জীবন নষ্ট হলো প্রবাসে তে এসে,
দালাল নামের মানুষ গুলো কেনো এমন হয়, জীবন নিয়ে খেলা করে মিছে কথা কয়,
ভাবতে আমার অবাক লাগে মানুষ এতো বেইমান,
সামান্য টাকা স্বার্থের জন্য মায়ের জাতিদের করে অসম্মান।
সমাপ্ত
তোমার মুখ থেকে এমন কথা বাহির করো যা শুনে মানুষের ঘুমন্ত হৃদয় জাগ্রত করতে সাহায্য করে, কিন্তু কখনো মুখ থেকে এমন কথা বলো না যা শুনে মানুষের হৃদয়ে বুক বড়া আর্তনাদ ছাড়া আর কিছু উপলব্ধি করতে পারে না,
~~~ মাহিদুল
যেখানে আমার ভালোবাসার মূল্যে নেই, সেখানে আমার থাকাটা অপ্রকাশিত আর্তনাদ ছাড়া আর কিছুই নেই, যে আর্তনাদ কখনো প্রকাশ করা যায় না কিন্তু ভিতরটা ক্ষতবিক্ষত করে দেয়।
~~~ মাহিদুল
২৭–০৪–২০২০