the truth author

আমার ফিলিস্থিনি, আমরা মুসলিম। কবিতা

কবিতা 

 আমরা ফিলিস্তিনি, আমরা মুসলিম
লেখকঃ- মাহিদুল ইসলাম আল মাহদী 

আমরা ফিলিস্তিনি, আমরা মুসলিম।
আমাদের উপর নির্মমতা কবুও হয়নি হতাশাহীন!
কারণ আমরা মুসলিম।

আশ্রয় দিয়েছিল পূর্ব পুরুষ-মানবতার বন্ধনে।
করেছে জমি দখল
তৈরি করেছে রাষ্ট্র আজ ইসরায়েল।
নিজেদের ভূখণ্ডে আজ নিজেরাই অভিবাসী!
চারিদিকে চেয়ে দেখি ধ্বংসস্তূপের মাঝামাঝি!
বুলেটের কাছে পাথর দিয়ে প্রতিরোধে আমরা ফিলিস্তিনি।
লড়াই করবো, লড়াই চলবে, যুগ যুগান্তরে!
তবুও মাথা নতো করবো না আমরা
অবৈধ দখলদারির কাছে।

বুলেটের কাছে পাথর দিয়ে
গড়বো প্রতিরোধ মোরা।
থামবে না প্রতিরোধ, করবো লড়াই!
যেনে রেখো আল আকসা মোদের চাই।

নিজ ভূখণ্ড যদি হয় কবু কোটি রক্তে লাল
স্বদেশ ফিরিয়ে আনতে

আল আকসার খাদিম হতে জন্ম নিবে
আবারো বীর সালাউদ্দিনের প্রাণ।

মুসলিম আমি বীরের জাতি ইতিহাস আছে ভাই!
লক্ষ কাফেরের বিরুদ্ধে

হাজারো মুসলিম বিজয় ছিনিয়ে এনেছে তাই।
ইতিহাস আছে সম্মান আছে নাই থাক কোনো অস্ত্র।
ইতিহাস দেখো-ইতিহাস পড়-নব্য ইহুদি-অন্যান্য!
মুসলিমরা নয়তো সদয় জুলুম নির্যাতনে চির অটল।
মুসলিমরা প্রতিবাদ মুখি হলে প্রাণ পাবে না পরিত্রাণ।

ইতিহাস দেখো-ইতিহাস পড়-মুসলিম আমরা মানববাদি।
বিশ্ব যখন বিমুখ ছিল দরজা খোলা আমাদের ছিল।
ধর্ম বর্ণ নির্বিশেষে জায়গা দিয়েছিলাম নিজ ভূখন্ডে।
করলে তুমি গাদ্দারি
নিজ ভূখন্ড করেছ দখলদারি।

ইতিহাস দেখো-ইতিহাস পড়,

মুসলিম হয়ে জন্ম নেবো গোকবুরুর বেশে!
ফিলিস্তিনির মানচিত্র আবারো রক্ষা হবে
স্বাধীনতাকামী মানুষের রক্ত মাখা জলাঞ্জলে।
মুসলিম আমি আশাহীন নয়
ভয়ে নয় কাপুরুষ।
প্রতিরোধ গড়বো
লড়াই করবো
গোলাবারুদের সম্মূখ।

আল্লাহর ঘর দখল করতে
সংখ্যা তোরা অনেক ছিলে!
আবরাহারের সৈন্যরা
পাখির সাথে পারলি না!
রক্ষা হলো মুসলমানদের পবিত্র স্থান।

সংখ্যা তোদের ভয় করি না
মুসলিম আমি সংখ্যা দেখি না!
ঝাঁপিয়ে পড়ি যুদ্ধের ময়দানে-
বিজয় আসবে আল্লাহর দান।

বিশ্বাস করে যুদ্ধ করি
সাহস নিয়ে সামনে চলি!
মুসলিমদের পবিত্র স্থান রক্ষার্থে বিলিয়ে দেই মোদের প্রাণ।
হাসি মুখে শহীদ হতে
কখনো আফসোস করে না এপ্রাণ।
আফসোস হয়, আফসোস করি!
মৃত্যু যেন হয় জিহাদের ময়দানে-
শাহাদাত বরণ করে যেন এপ্রাণ।

মুসলিম আমি আশাহীন নয়
ভয়ে নয় কাপুরুষ!
আল্লাহু আকবার বলে বুকে সাহস রেখে

চলো সামনে চল!
আমাদের এপথ থামাতে পারবে না কবু
গোলাবর্ষণ পরমাণু!
আমাদের এপথ জিহাদের পথ
মৃত্যু বরণ করি হাসি মুখে!
দেখনি তোমরা হাসি মুখে
মৃত্যু বরণ করি মোরা শাহাদাত পাঠে!
মৃত্যু আমাদের মুক্তির পথ
জিহাদে মরি হাসিমুখে।
বেঁচে ফিরে গাজী হয়ে
আফসোস হয়
শাহাদাত হয়নি কেন এপ্রাণে।

আমরা ফিলিস্তিনি, আমরা মুসলিম!
ভয় করি না আল্লাহ্ ছাড়া কাউকে।
করবো প্রতিরোধ, লড়বো আমরা-
ধ্বংস করবো দখলদারিদের।

কামানের ভয় শিশুদের নেই রক্ষা করতে নিজ ভূখন্ডকে।
কামানের ভয় নিরস্ত্র নারীদের নেই রক্ষা করতে নিজ মানচিত্রকে।
অহরহ শিশু মরছে আজ জানছে না নিজ অপরাধ!
তাঁদের রক্ত বৃথা যাবে না
ভূখন্ড হবে একদিন ফিলিস্তিনি।

নিজ ভূখন্ডে নিজ দেশেতে

পরাধীনতার শিকলে বন্দি হয়ে
লড়ছে কয়েক দশক।
মুসলিম আমি দেখছি আমি দূর দেশেতে বসে!
প্রতিবাদ মুখি হই আমি লেখালেখির বেশে।
যদিও যেতে পারতাম আমি ফিলিস্তিনির দেশে!
তাঁদের হয়ে লড়াই করতাম মুজাহিদের বেশে।

ফিলিস্তিনি শিশু জন্মের পরে

গোলাবারুদের শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়!
সে শিশুটি বড় হয়ে পরিচিত
সে গুলাবারুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়!
ফিলিস্তিনি শিশু জন্মের পরে
গুলির সামনে পাথর ডিলে প্রতিরোধ করতে চায়।
সে শিশুটি একদিন বীর সালাউদ্দিন হবে না
সে বিশ্বাস নাই কি ভাই।

ফিলিস্তিনি কারা আজ-ফিলিস্তিনি কারা,!
ফিলিস্তিনি পিতা হারা এতিম শিশুর পিতৃ হারার দেশ।
ফিলিস্তিনি মাতা হারা দুধের শিশুর আর্তনাদ।
ফিলিস্তিনি স্বামী হারা বিধবা স্ত্রীর শোকাকুল।
ফিলিস্তিনি স্ত্রী হারা স্বামীর দুঃখিতান্তঃকরণ।
ফিলিস্তিনি ভূমি হারা যাযাবর মানবজীবন।
ফিলিস্তিনি দেশ হারা দখলদারির কাছে।
ফিলিস্তিনি লড়ছে আজ স্বাধীনতার অগ্রসরে।
ফিলিস্তিনির জন্য আজ মানবতা নিহিত।
ফিলিস্তিনি শক্তিশালে হলে-হতো মানবতা জাগ্রত।

আমরা ফিলিস্তিনি, আমরা মুসলিম।

হবে যত বোমাবাজি
রাখবো মোরা জীবন বাজি।
বাঁচতে চাই, লড়তে চাই
নিজ ভূখন্ড রক্ষার্থে।
শহীদ হবো, জন্ম নিবে নতুন প্রজন্ম এ ভূখন্ডে।

আমাদের হারাবার নেই কোনো ভয়
যা হারাবার সবি হারিয়েছি
ঘর বাড়ি ছেলে সন্তান স্ত্রী।

থামবে না কবু প্রতিরোধ পবিত্র ভূখন্ড রক্ষার্থে!
জন্ম নিবে প্রজন্ম থেকে প্রজন্ম শহীদ হবো এভূখন্ডে।
মরবো আমরা
করবো লড়াই
দখলদারির বিরুদ্ধে।

বাঁচার মতো বাঁচতে চাই
শির উঁচু করে মরতে চাই!
গড়বো প্রতিরোধ
করবো লড়াই
দখলদারির বিরুদ্ধে।
শান্তি হবে

বিজয় আসবে
আবারো বীর সালাউদ্দিনের বেশে।
সমাপ্ত
Exit mobile version