the truth author

অসুস্থ

আমি একবার অসুস্থ ছিলাম, যাঁদের সাথে চলাফেরা যাঁদের সাথে একটু ভালো রিলেশন ছিলো সবাই আসলো কিন্তু যাঁকে আমি সব চেয়ে বেশী সময় দিতাম কথা বলতাম বড়ো হয়েও বন্ধুর মতো  কথা হতো, সে দেখতে আসলো না, আমি মনে করেছিলাম সে সবার আগে থাকবে, এটাই আমার ভুল ধারনা কিন্তু তা শিক্ষা, যে মানুষকে নিয়ে সবচেয়ে বেশী আশা করবে সেই হয়তো একদিন তোমাকে নিরাশ করবে, কিছু ধাপ কিছু সময় মানুষের ভুল ধারনা গুলো উপরে দিয়ে সত্য ধারনা সামনে দিয়ে যায়, তাই মানুষকে নিয়ে হয়তো ধারনা মানুষের প্রতি আশা রাখা ঠিক না, কারণ মানুষ মুহূর্তে পাল্টায়,

~~~ মাহিদুল
১৩১১২০১৭

মা কেমন হয়, রাতে আমার অপারেশন শেষে জ্ঞান আসার পর, সকালে মা বাবাকে ফোন করে বলেন আমার ছেলে কেমন আছে, বাবা বলেন সে সুস্থ আছে এখন, মা বলেন না থাকে ফোন দেও, বাবা বলেন না পরে কথা বলবে সে, কিন্তু মা তখন জবাব দিলেন আমার ছেলে সুস্থ হলে ফোন দাও না কেনো, আমি কথা বলবো আমার ভিতরে অশান্তি বিরাজ করতেছে তাঁর জন্য, তখন বাবা আমাকে ফোন দেন, মা অশ্রু চোখে কথা বলে প্রথমে বললেন বাবা তোমার শরীর সুস্থ তো,

~~~ মাহিদুল
২৮০৪২০১৮

 

Exit mobile version