পৃথিবীতে অভিশাপ তখনি আসে যখন প্রকৃতির আর্তনাদের জন্য অভিশপ্ত মানুষ গুলো দায়ী হয়! আর যাঁরা ক্ষমতা থাকার পরেও তাঁদের বাঁধা না দেয় তাঁদের জন্য। অন্যায় ভাবে হত্যা, ধর্ষণ ও নির্যাতন, নিষ্পাপ শিশু সহ হত্যা এবং মজলুমদের আর্তনাদে পৃথিবীতে গজব নাযিল হয়, কখনো আসমান থেকে আবার কখনো প্রকৃতি থেকে।
~~~ মাহিদুল
১৬-০৫-২০২১