the truth author

অভিশাপ সম্পর্কিত উক্তি

পৃথিবীতে অভিশাপ তখনি আসে যখন প্রকৃতির আর্তনাদের জন্য অভিশপ্ত মানুষ গুলো দায়ী হয়! আর যাঁরা ক্ষমতা থাকার পরেও তাঁদের বাঁধা না দেয় তাঁদের জন্য। অন্যায় ভাবে হত্যা, ধর্ষণ ও নির্যাতন, নিষ্পাপ শিশু সহ হত্যা এবং মজলুমদের আর্তনাদে পৃথিবীতে গজব নাযিল হয়, কখনো আসমান থেকে আবার কখনো প্রকৃতি থেকে।


~~~ মাহিদুল
১৬-০৫-২০২১

Exit mobile version