লেখিকাঃ- এভেলিন এ্যালি
এই যে আপনাকে বলছি,,
জীবন পথে চলতে গিয়ে হোঁচট খেয়েছেন? উঠতে পারছেন না? অপেক্ষা করছেন, কোনো একটা শক্ত হাত আপনাকে টেনে তুলবে।
তবে জেনে রাখুন, সবসময় এমন হাত আপনি পাশে পাবেন এমন কপাল করে সৃষ্টিকর্তা আপনাকে পাঠায়নি। তবে তিনি আপনার মাঝে এমন গুণ দিয়েছেন যা কাজে লাগিয়ে আপনি নিজ চেষ্টায় দাঁড়াতে পারবেন।
লোকে ঠাট্টা বিদ্রুপ করছে? করতে দিন না।কথাগুলো কে প্লাস পয়েন্ট করে এগিয়ে যান। নেগেটিভিটির কোনো জায়গা নেই। জীবন তো একটাই। তাই না?
আশে পাশের সবাই কে সফল হিসেবে দেখে খুব খারাপ লাগছে? ভাবছেন আমি কি ই বা করতে পারলাম।আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এমন ভাবনা টা এবার বন্ধ করুন। নিজেকে কচ্ছপ এর মতো ভাবুন আর সামনে এগোতে থাকুন। ধীর পায়ে চলতে চলতে কখন যে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না।শুধু নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না।
আপনি এখন সফলতার শীর্ষে?
থামুন,আনন্দ- উল্লাস করলে চলবে না আপনার।একটু পেছনে ফিরে তাকান।কি মনে পড়ছে তো, অসময়ে আপনি কি কি শুনেছিলেন?
আপনার সময় এসেছে জবাব দেওয়ার। যান তাদের কাছে, তাদের কথাটুকু ফিরিয়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানান। আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা যে আনন্দ পেয়েছিল, আপনিও ঠিক সে আনন্দ টুকু পাবেন তবে তাদের লজ্জিত চেহারা দেখে নয়। এই ভেবে, আপনি তাদের থেকে যে আঘাত পেয়েছিলেন সে আঘাত অন্য কাউকে দিতে অন্তত ২ বার ভাববে।
আপনার মতো মনোবল সবার না ও থাকতে পারে। তাই এসব মানুষদের শিক্ষা দিতে ভুলবেন না।
সমাপ্ত
ধন্যবাদ সবাইকে লেখা গুলো পড়ার জন্য ও শেয়ার করার জন্য।