Sat, Jan 18, 2025

Have a Nice Day

0 comments 0 views
🕗: 2 minutes

অদ্ভুত সামুদ্রিক ১০ প্রাণী নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।

অ্যাক্সোলোটল মেক্সিক্যান সালাম্যান্ড্যার : অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীটির নাম ‘অ্যাক্সোলোটল মেক্সিক্যান সালাম্যান্ড্যার’। এটি ‘মেক্সিক্যান ওয়াকিং ফিশ’ নামেও পরিচিত।

বাস্কেট স্টার : বাস্কেট স্টারকে অনেক সময়ে সেটল্যান্ড আর্গুসও বলা হয়ে থাকে। এরা গভীর সমুদ্রে বসবাস করে।

ফায়ারলি স্কুইড : অদ্ভুদ এই প্রাণীটি সাধারণ স্কুইডের মতো দেখতে হলেও ফায়ারলি স্কুইড মূলত ৭.৬ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের আয়ু ১ বছর।

ফ্লাইং গানার্ড : ফ্লাইং গানার্ডের মুল বৈশিষ্ট হল এদের একজোড়া ডানা রয়েছে। তবে এরা উড়তে পারে না।

হার্প স্পঞ্জ : আপাতদৃষ্টিতে সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও, এটি একটি প্রাণী। সমুদ্রের তলায় একটি নির্দিষ্ট গভীরতায় অবস্থান করে।

লিফি সি ড্রাগন : মুলত সাউথ অস্ট্রেলিয়ায় লিফি সি ড্রাগন দেখতে পাওয়া যায়। এর গায়ে এক অদ্ভুত ক্যামোফ্লাজ দেখতে পাওয়া যায় যাকে বলে ‘লিফি’।

নর্দান স্টারগেজার : সমুদ্রের তলার সবচেয়ে অদ্ভুত দেখতে প্রাণী হল নর্দান স্টারগ্যাজার। এই প্রাণীটি সমুদ্রের তলার বালির মধ্যে ঘাপটি মেরে থাকে।

সি বাটারফ্লাই : গ্যাস্ট্রোপোড প্রজাতির এই প্রাণীটির এক জোড়া পাখনার মতো অঙ্গ থাকে যার জন্য এদেরকে অবিকল প্রজাপতির মতো দেখতে লাগে।

উইডি সি ড্রাগন : অস্ট্রেলিয়ায় ভারত মহাসাগরের পূর্বদিকেই মুলত উইডি সি ড্রাগনের বাস। এটি এক প্রকার সামুদ্রিক মাছ। এদের শরীরে অনেক রঙের সমাহার থাকে।

ইয়েটি ক্র্যাব : এই সমুদ্র কাঁকড়ার নামকরণ ঘটেছে কিংবদন্তির তুষার মানবের অনুষঙ্গে। এরা মূলত সমুদ্রের নীচের হাইপোথার্মাল অঞ্চলে বসবাস করে।

Md Efaz
Web Developer
Narayanganj Bangladesh
I am a dedicated WordPress developer with 4 years of experience on Fiverr. I specialize in developing all kinds of websites and landing pages, ensuring they are professional, responsive, and visually appealing. My goal is to bring your vision to life, whether it's a business site, e-commerce store, portfolio, or any other web solution. Let's work together to create a website that perfectly fits your needs and stands out in today’s digital landscape.
 

Leave a Comment