কবিতা
মাতৃভূমি
✍ লেখিকা সোনিয়া শেখ
লাখো শহীদের রক্তের বিনিময়ে
তোমায় পাওয়া,
অগনিত মা বোনের সম্ভ্রমের বিলীনে
মানচিত্রে তোমার জায়গা।
কত যোদ্ধা সেদিন কলম ছুঁড়ে
তুলেছিলো হাতে অস্ত্র
তোমায় বাঁচাইবার তরে,
কত মা সেদিন খোকা বলে
ডেকেছিলো পিছু তবুও
ফেরাতে পারেনি তোমারই টানে।
সরল কৃষকও সেদিন লাঙ্গলটা ছেড়ে
একনাগাড়ে বুলেটগুলো গুনেছিলো,
রাতের আধারে এক মুঠো ভাত দিতেও
মা-বোনের শত ভয় বুকে বাসা বেধেছিলো।
কত কবি তোমায় নিয়ে লিখলো কবিতায়
কত প্রাণের জবান স্তব্ধ হলো তোমায় ডাকার দায়।
কত জীবন সেদিন থমকে গেলো
শুধু তোমায় বরণ করিবো বলে,
সবশেষে তোমায় পেলাম মাগো
এক সাগর রক্তের বিনিময়ে।
তুমি আমার, আমাদের,জাত ধর্ম-বর্ণ নির্বিশেষে
সকলের অহংকার,
তুমি যে জন্মদাত্রী মায়ের পরে
ঠাঁয় মাগো মাথাটুকু গুজিবার।
সমাপ্ত
ধন্যবাদ লেখা গুলো পড়ার জন্য ও লেখা ভালো লাগলে শেয়ার করবেন।
You Might Also Like