the truth author

চেষ্টা সম্পর্কিত উক্তি

আমি সব সময়ই যে কোনো কাজে চেষ্টা করি শুধু সাফল্য ব্যক্তি হওয়ার জন্যই নই,বুঝার জন্য, যদি আমি চেষ্টা করে হেরে যাই তবে আমি বুঝতে পারবো যাতে দ্বিতীয়বার যেনো না হাড়ি, এই ভাবে চেষ্টা করবো।

 

~~~ মাহিদুল

 

চেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি, চেষ্টা করলে চাবি তৈরি করতে পারবে, আর সেই চাবি দিয়ে সাফল্যের দরজা একদিন হয়তো খুলে যাবে।

 

~~~ মাহিদুল

 

তোমরা অজানাকে জানার চেষ্টা করো, অচেনাকে চিনো,আর যা জানো তা অন্যের নিকট প্রকাশ করে থাকো।

 

~~~মাহিদুল

 

তুমি তোমার ইচ্ছা কে ভালোবাসো, চেষ্টা করো সততা আদর্শের সাথে, কখনো নিজেকে অসুখী মনে করো না, ভেঙ্গে পরোনা চলার পথে, লড়াই করো, চেষ্টা না করে হেরে যাওয়া মানে দূর্বলতা, মানুষ যখন নিজেকে দূর্বল মনে করে তখন তার দ্বারা সব কিছু অসম্ভব হয়ে উঠে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই তোমার ক্ষমতার মধ্যে, কখনো পিছ পা হয়োনা, চেষ্টা করো তুমি তোমার লক্ষে পৌঁছাতে।

 

~~~ মাহিদুল
১৭০৬২০১৬

 

জীবনে তোমার চেষ্টা আগ্রহ দেখে মানুষ তোমাকে পাগল বা নির্বোধ মনে করবে, তাঁতে তুমি ভিত হয়োনা, যখন তোমার আগ্রহ চেষ্টার দ্বারা তোমার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে, তখন মানুষ তোমার মতো পাগল হওয়ার জন্য অস্থির হয়ে উঠবে।

 

~~~ মাহিদুল

 

সব সময় চেষ্টা করি নিজেকে জাতির কাছে সৎ আদর্শ হিসেবে গড়ে তুলতে, যা কিছু অন্যায় আমার সাধ্যের ভিতরে, চাই সে গুলোকে প্রতিহত করতে, নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নয়, অল্প শিক্ষার মধ্যেও সুশিক্ষা অর্জন করতে চাই, মানুষ আমাকে যাই ভাবে বা মনে করে, আমি নিজেকে জানি আমি কেমন, কারোর বিষয়ে সমালোচনা করার আগে খুজি তার অতীত সম্পর্কে, প্রতিটা দিনের আবহাওয়ার মতো মানুষ পরিবর্তন হয়, তাই মানুষকে নিয়ে সমালোচনা করতে আমার মনুষ্যত্ব বাধা দেয়।

 

~~~ মাহিদুল
০৪০৭২০১৬

 

আমি কখনো ভাবিনি এই স্থানে এসে পৌঁছাবো, কিন্তু আমার স্বপ্ন আমার আকাঙ্কা চেষ্টায় আমাকে এই স্থানে আসতে সাহায্য করেছে।

 

~~~ মাহিদুল

 

চেষ্টা ভালোবাসা দিয়েই লক্ষ্যেস্থল জয় করা সম্ভব,

~~~ মাহিদুল

 

আমি চাঁই সামনে এগুতে আর তাঁতে যদি মৃত্যুর পথ পারি দিতে হয় তবুও সামনে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্যে, আর সেটা হবে ভয়ভীতি দূর করে লক্ষ্যেস্থলের প্রতি চেষ্টা ধৈর্যের মাধ্যমে।

 

~~~ মাহিদুল

 

আমাকে মনে করা লাগবে, চিনা লাগবে, বোঝা লাগবে, তা কখনো আমি তোমাদের বলবো না, আমি আমার চেষ্টা আগ্রহের দ্বারা এমন ভাবে প্রতিষ্ঠিত হবো, যা তোমাদের বাধ্য করবে আমাকে মনে রাখতেও চিনতে।

 

~~~ মাহিদুল

 

তুমি জানো না, তোমার লক্ষ্যেস্থলের পথ কতটুকু এগিয়েছ, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে হবে না, লড়াই করতে হবে, হয়তো তুমি তোমার লক্ষ্যেস্থলের কাছাকাছি এসে পৌঁছিয়েছ।

 

~~~ মাহিদুল
১০০৪২০১৭

 

অন্যকে দিয়ে নয়, নিজের কাজ যতটা সম্ভব নিজেই করার চেষ্টা করো।

~~~ মাহিদুল
২৪০১২০১৮

 

আমি চোখ বন্ধ করে যদি আলোর আশা করি তাহলে সেটা হবে আমার অজ্ঞতা, যদি আমি ঘরে বসে লক্ষ্যস্থলে সফল হবো ভাবি সেটা হবে আমার ব্যর্থতা, আমাকে চোখ খুলে আলো দেখতে হবে খুঁজতে হবে, আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে ঘর থেকে বাহির হয়ে পথ খুঁজতে হবে, কিভাবে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি ধৈর্য, চেষ্টা, শক্তি, মনোবল উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে।

~~~ মাহিদুল
১৬০৭২০১৯

 

দিন শেষে তাঁরাই জয়ী হয়! যাঁরা ধৈর্য্য ধরতে জানে এবং চেষ্টা করতে জানে।

~~~ মাহিদুল
০৭‌-০৫২০২১

 

Exit mobile version