the truth author

আমি নির্লজ্জ নই ✍ লেখিকা মাহমুদা তাজরিন

আমি নির্লজ্জ নই
 
ভেবেছিলাম আমি অনেক নির্লজ্জ হয়ে গেছি,
কিন্তু না, লজ্জা টা আমার এখনো আছে –
আমি কেবল কিঞ্চিৎ বদলে গেছি।
এই সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখেছি।
ধীরে ধীরে এই সমাজের মানুষ গুলোর
আসল রূপ চিনতে শিখেছি।
 
ভেবেছিলাম আমি সমাজে চলতে পারবো না,
ওদের সাথে মানিয়ে উঠতে পারবো না,
কিন্তু না, মানাতে আমাকে হবেই!
আর সেই পণ ধরেই আমি আজ বদলেছি নিজেকে।
 
বদলে গেছি আমি, 
হ‍্যাঁ, অনেকটাই বদলে গেছি আমি।
কারণ, এখন আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়।
এখন আমাকে ভাগ‍্যের সাথে লড়াই করে বাঁচতে হয়।
এখন আমাকে সামাজিক কলঙ্ক এড়ানোর
 আপ্রাণ চেষ্টা করতে হয়।
 
এখন আমি আর সেই ছোট্ট নই,
এখন আমি অনেক বড় হয়েছি।
এখন আমি অনেক দায়িত্ব নিতে শিখেছি –
এখন আমি জীবনের ঝুঁকি নিতে শিখেছি।
 
তোমরা ভেবো না আমি নির্লজ্জ,
না, আমি নির্লজ্জ নই –
কারণ, আমি তো জীবন চলার ঐ দুর্গম
 পথের পথচারী মাত্র।
আমি এখন মৃত‍্যুকে আলিঙ্গন করতে শিখেছি,
আমি এখন বিপদের সাথে সাক্ষাৎ করতে শিখেছি।
 
আগে উপর থেকে একটা টিকটিকি ছিটকে
পড়লেও ভয়ে লাফিয়ে উঠতাম আমি,
ভয় পেতাম গায়ে তেলাপোকা উঠলেও।
কিন্তু এখন –
এখন আমার সব ভয় কেটে গেছে –
এখন আমি কোনো কিছুতেই আর 
আগের মতো ভয় পাই না।
 
তোমরা আমার উপর অভিযোগ করো না,
আমি বদলে গেছি বলে
তোমরা আমাকে দোষারোপ করো না;
কারণ, আমার বদলে যাওয়াটা দোষের কিছু নয়,
এ যে আমার ভাগ‍্যের লিখন –
এ যে আমার বেঁচে থাকার লড়াই।
এটা আমার সময়ের সাথে নিজেকে
মানিয়ে নেওয়ার চির লড়াই।
 
সমাপ্ত 
 
ধন্যবাদ লেখা গুলো পড়ার জন্য ও লেখা ভালো লাগলে শেয়ার করবেন।
Exit mobile version