টাকার দেওয়া আনন্দ থাকে সল্পক্ষন কিন্তু মনের দেওয়া আনন্দ থাকে আজীবন,
~~~ মাহিদুল
মানুষের জীবন আনন্দের চেয়ে বেদনা অনেক বেশী, হাজারো সুখকে নষ্ট করে দিতে পারে বেদনার নামের শব্দটি এই শব্দটি অথি ছোট কিন্ত এর প্রতিধ্বনি অনেক,
~~~ মাহিদুল
পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকুরি পাওয়ার মধ্যে আনন্দ খোঁজো, টাকা দিয়ে সে আনন্দ খোঁজার চেয়ে, রিক্সা চালানোর আনন্দ বোধহয় ভালো,
~~~ মাহিদুল
একদিন সব কষ্টের ই অবসান ঘটবে, কষ্টের মুহূর্ত আর প্রাচুর্যের আনন্দ দুটোই ক্ষণস্থায়ী, তাই এই গুলো আসবে আবার তোমার থেকে বিদায় নিবে, তুমি কষ্টের মুহূর্তে ও পরিস্থিতিতে নিজেকে ধৈর্য্য ধারণ করো, এবং আনন্দ উপভোগেও নিজেকে ধৈর্য্য ধারণ করো, কেননা মনে রাখতে হবে এই গুলো মৌহ্ আর তা ক্ষণস্থায়ী,
~~~ মাহিদুল
২৫–০৮–২০১৮